Lilac - BENGALI LYRICS

*Translation by Maisha (IG@wishes_m_dreams)

কত দিন হয়ে গেছে

যে তুমি দূরে আছো

কারণ আমি সর্বস্বান্ত হয়ে আছি

যদি ও এই গুলো তোমায় থামায় নি

ওহ্, সেই হাসি যা আমরা ভাগ করে ছিলাম

রেখে যাওয়া সেই বিক্ষিপ্ত স্মৃতি গুলো যা পুনরায় আমার মাথায় চলছে

নীলের মধ্যে বেদনা। ধূসর আকাশ, বৃষ্টি ভরা

আমার এক গভীর গোপনে আমি তোমায় রাখি, যা আমি মুক্ত করে দিতে চাই

যখন চোখের পানি লালে বিবর্ণ, তা ভোলার অনেক চেষ্টা করা

কিন্তু যা বাকি আছে তা নিয়ে এগিয়ে যাওয়া অসম্ভব

এটা কী যথেষ্ট হবে?

কত দিন হয়ে গেছে

এক নতুন দিন দেখার জন্য

কারণ আমি চিন্তা করছি পরিণতি নিয়ে

এটা কী সবসময় দেওয়া-নেওয়াই ছিল? (হুম্)

কিন্তু আমাদের ধরে রাখা এই প্রিয় পৃষ্ঠা গুলো

তোমাকে ছাড়া আবার কী এই গুলো পূর্ণ করার সাহস আছে আমার?

লালের মধ্যে, নীরবে রক্ত ঝরা, ছেঁড়া ভাগ্য, ছিন্ন সুতো

বেদনায় তোমায় ত্যাগ করি, তোমার নামে বেঁচে থাকি

আমার শিরার গভীরে, এবং হয়ত কোনো দিন

এই Lilac ফুল গুলো থাকতে পারে

ঐ খালি জায়গার স্থানে

বদলে দিতে পারে না কেউই

হয়ত এটা যথেষ্ট হবে

কারণ সময় এগিয়ে যাচ্ছে যদিও আমি এখনো এক জায়গায় আটকে আছি

ত্যাগ করার খুব কাছে

সব কিছু নীল আর ধূসর

আমি ছোঁয়ার চেষ্টায়

আর বাতাসের আশায়

তাহলে কেন এটি এখনো যথেষ্ট নয়?

কারণ আমি দিয়েও হেরে গেছি

যখন সবাই এগিয়ে যেতে থাকে

কত দিন হয়ে গেছে

তুমি কি থাকবে আমার সাথে এখানে

সূর্যোদয়ের আগ পর্যন্ত?

EmailSpotifyYouTubeTwitterInstagramTikTok