ঘুম ভেঙে আজ দেখেছি খবরেঅনেক কিছুইরয়ে গেছে অব্যক্তকি পাল্টে যাবে তাতে নেই কোনো আয়ত্তরয়ে গেছি আমি প্রশ্নের ভীড়ে, বাস্তবতার সম্মুখে
আজও আমি চাইতুমি থাকো এখানেযখন ভয়কাছে আসেশুধুই আছে একটি প্রতিশ্রুতি আগলেছি যাকে ভালোবেসে
তুমি থাকতে পারো ৮ হাজার ৭ শত ৯ মাইল দূরেআমি দিবোএই শীতকেও দ্বিগুণ সময় থাকতেবসন্ত আসার আগেযতক্ষণ এই গোলমেলে হাল আমারএকদিন মুছে দিবে অশ্রুযতই থাকো না তুমি দূরআমি থাকবো আমি থাকবোসদা অপেক্ষায়
মনে হয় যেন আছি সূক্ষ্ম বরফে দাঁড়িয়ে চেয়ে চলেছি এক ভোর যা দিবে আমার রাত পালটেহোঁচট খাচ্ছি এখনোওযাচ্ছি পড়েওভেবেছি সব ভুল আমারই
যাবো কি আমি লুকিয়েযাবো কি পালিয়েনাকি ভেবে নিবো ঠিক আছে সবইযখন এসবই ভেঙেছে, ভেঙে পড়েছেআমি ভেবেছি, ভেবে চলেছি
থাকবে কি এখানে তুমিমুছে দিতে এই অশ্রুযখন শুধুই আছে আমার, একটি বেগুনি প্রতিশ্রুতি আগলেছি যাকে ভালোবেসে
তুমি থাকতে পারো ৮ হাজার ৭ শত ৯ মাইল দূরেআমি দিবোএই শীতকেও দ্বিগুণ সময় থাকতেবসন্ত আসার আগেযতক্ষণ এই গোলমেলে হাল আমারএকদিন মুছে দিবে অশ্রুযতই থাকো না তুমি দূরআমি থাকবো আমি থাকবোসদা অপেক্ষায়
সকল ভালো, সকল মন্দেআমার হৃদয়ের গভীরে জানি আমি সবসময় তোমায় নিয়ে সাথেহবো না আমি কখনো একা
থাকতে পারো তুমি এক মহাবিশ্ব দূরেআমি নিজেকে দিবো বলতে"যেতে দাও"যখন পড়ে মনেযেদিন তুমি দিয়েছিলে প্রতিশ্রুতি তারা পারবে না কখনোইবসন্তকে দিতে থামিয়ে
জানি আমিএকদিন এই ঝড় যাবে চলেস্বস্তি পাবো ফিরেযতই থাকো না তুমি দূরআমি থাকবোআমি থাকবোসদা অপেক্ষায়